কেশবপুরে উত্তম মৎস্য চাষ অনুশীলন বিষয়ে কর্মশালা
কেশবপুরে উত্তম মৎস্য চাষ অনুশীলন বিষয়ে কর্মশালা কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে চিংড়ি চাষের ক্ষেত্রে উত্তম মৎস্য চাষ অনুশীলনের প্রতিটি ধাপ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ওই কর্মশালার আয়োজন করা হয়।

এক দিনের এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন যশোর জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মেরিন ফিশারীজ অফিসার অর্পিতা বিশ্বাস, চিংড়ী চাষী জাহাঙ্গীর মোড়ল ও পুষ্পান্ন বিশ্বাস।