কেশবপুরে আর কোন নিয়োগ বাণিজ্য হবে না: এমপি আজিজ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম শপথ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় এসে ঘোষণা দিলেন, কেশবপুরে আর কোন নিয়োগ বাণিজ্য হবে না। মেধা যাচাইয়ের মাধ্যমে হবে চাকরি। থাকবে না কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত কর্মী-সমর্থকসহ কেশবপুরবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, কেশবপুরে থাকবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ। এ এলাকার একটি মানুষের কাছ থেকে কেউ যদি চাঁদা নেয় তাকে ছাড় দেওয়া হবে না। মিথ্যা মামলায় আর কেউ হবে না হয়রানি। প্রধানমন্ত্রী শেখা হাসিনার হাত দিয়েই কেশবপুরে ব্যাপক উন্নয়ন করা হবে। এর আগে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। তার আগমনের খবর পেয়ে কর্মী-সমর্থকরা জড়ো হন পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। সেখানে সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আজিজুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে বিজয়ী হন। আজিজুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। মাত্র ২৯ বছর বয়সেই তিনি সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।