কপোতাক্ষ নিউজের নবম বর্ষে পদার্পণ

ইসরাফিল হোসেন, কপোতাক্ষ ডেস্ক: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কপোতাক্ষ নিউজের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর পৌর শহরের কপোতাক্ষ নিউজের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কপোতাক্ষ নিউজের প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান মাহাবুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কপোতাক্ষ নিউজের উপদেষ্টা গোলাম মোস্তফা। কপোতাক্ষ নিউজের স্টাফ রিপোর্টার অলিয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, সাংবাদিক কামরুজ্জামান রাজু ও ব্যবসায়ী অনুজ তরফদার ঝন্টু।
কপোতাক্ষ নিউজের প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান মাহাবুর বলেন, ‘সবার আগে সদা সত্য প্রকাশ স্লোগানে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর কপোতাক্ষ নিউজের যাত্রা শুরু হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে খুব অল্পদিনেই পাঠকের মনে জায়গা করে নিয়ে জনপ্রিয় হয়ে ওঠে কপোতাক্ষ নিউজ। এ ধারা অব্যাহত রাখতে কপোতাক্ষ নিউজের এক ঝাঁক সাংবাদিক কাজ করে চলেছে।’
কপোতাক্ষ নিউজের উপদেষ্টা গোলাম মোস্তফা বলেন, ‘পাঠকের চাহিদা অনুযায়ী এভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে।’ তিনি এ সময় কপোতাক্ষ নিউজের সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।