কেশবপুরে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন কলেজ ছাত্রী

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে এক ঘন্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কলেজ ছাত্রী আশা দাস (১৭)। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের নিকট থেকে তার কার্যালয়ে এক ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন ওই কলেজ ছাত্রী।
প্রতীকী চেয়ারম্যান হওয়া আশা দাস কেশবপুর শহরের হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর উপজেলা শাখার সহ সভাপতি। সে উপজেলার মজিদপুর গ্রামের কালীপদ দাসের মেয়ে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের উপস্থিতিতে আশা দাস প্রতীকী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এক ঘন্টার দায়িত্ব পেয়ে আশা দাস উপজেলাকে নারী বান্ধব করতে, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। এ ছাড়া অসা¤প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানায় সে।
চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশা দাস জানায়, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এ প্রতীকী এক ঘন্টার দায়িত্ব পেয়ে আমার জীবন আনন্দিত এবং পুলকিত মনে করছি। ভবিষ্যতে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম বলেন, দলিত জনগোষ্ঠীর কিশোরী কন্যা আশা দাস এক ঘন্টা প্রতীকী দায়িত্ব পালনকালে সমাজে পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর কন্যা শিশুদের মনস্তাত্বিক মনোবল বৃদ্ধিতে ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার প্রত্যয়ে ব্যাপক ভূমিকা রাখতে সহায়তা করবে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও পরিত্রাণের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এনসিটিএফ’র উপজেলা শাখার সভাপতি প্রসেনজিৎ দাসের সভাপতিত্বে পরে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কবি মুনছুর আলী ও নারী নেত্রী শিখা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস।