ফুটবল খেলতে গিয়ে স্কুল ছাত্রীর ভাঙলো পা, ইউএনও’র আর্থিক সহযোগিতা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙ্গে যাওয়া স্কুল ছাত্রী মারিয়া সুলতানাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ওই স্কুল ছাত্রীর দিনমজুর বাবা ফুরকান ফকিরের হাতে ১৫ হাজার টাকার একটি চেক তুলে দেন।
জানা গেছে, ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার সেমিফাইনালে গত সোমবার উপজেলার ভদ্রাপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা বিদ্যালয়ের পক্ষে স্থানীয় একটি মাঠে খেলায় অংশ নেয়। প্রতিপক্ষ গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক নারী খেলোয়াড়ের সঙ্গে অসাবধনতাবশত আঘাত লাগলে তার ডান পা ভেঙ্গে যায়। ওই ছাত্রীর বাবা উপজেলার ভরত ভায়না গ্রামের দিনমজুর ফুরকান ফকির মেয়ের চিকিৎসা করাতে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে ১৫ হাজার টাকা দেওয়া হয়। স্কুল ছাত্রী মারিয়া সুলতানা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।