Search

আ.লীগের আনুষ্ঠানিক প্রচার শুরু ২০ ডিসেম্বর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে সেদিন সিলেটে যাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় রেওয়াজ অনুযায়ী হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন। রোববার (১০ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।


আ.লীগের আনুষ্ঠানিক প্রচার শুরু ২০ ডিসেম্বর

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন। আগের নির্বাচনগুলোতেও তিনি সিলেট থেকে নির্বাচনি সভা শুরু করেছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারে নেমেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশ করেন।