Search

আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না; ডামি প্রার্থীর অনুমতি আওয়ামী লীগের: কাদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে জানিয়েছেন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না; ডামি প্রার্থীর অনুমতি আওয়ামী লীগের: কাদের

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত। আর নির্বাচন সামনে রেখে বিএনপি যতই নাশকতা করুক তারা কোন ভাবেই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান তিনি। সোমবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পরে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে, দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেখানে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হতে পারে। সেজন্য কৌশলগত কারণে দলের প্রয়োজনেই, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার অনুমতি দেয়া হয়েছে। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এর আগে সকালে শহীদ মিলন দিবস উপলক্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন চত্বরে, নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচন এলেই একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। নাশকতা করে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালায়। তবে এবার সে আশা তাদের পূরণ হবে না। কোন বিদেশী প্রভু নয়, জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস বলেও জানান ওবায়দুল কাদের।#