আগামী ১ জানুয়ারি বই উৎসবে সম্মতি ইসির
Latest Bangladesh News Home শিক্ষা ও ক্যাম্পাস আগামী ১ জানুয়ারি বই উৎসবে সম্মতি ইসির শিক্ষা ও ক্যাম্পাস আগামী ১ জানুয়ারি বই উৎসবে সম্মতি ইসির December 25, 2023 নতুন বই ছাপার কাজ অক্টোবরে শেষ করার পরিকল্পনা আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদযাপনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে মন্ত্রণালয় থেকে ইসির কাছে ‘বই উৎসব’ এর অনুমতি চাওয়া হয়েছিল। গত রোববার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য বছরের ন্যায় ১ জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারা দেশে নতুন পাঠ্যবই বিতরণ সক্রান্ত ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ হিসেবে আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন।

চিঠিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যথানিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রীও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সদয় সম্মতি প্রদান করলে এ কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি জ্ঞাপন করেছে।
আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটের সময় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমতি চাইলে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ওই কার্যক্রমে সম্মতি দেয় ইসি।#