Search

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু, তালা ঝুলছে বিএনপি অফিসে

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি। আজ (শনিবার) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।


আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু, তালা ঝুলছে বিএনপি অফিসে

মনোনয়ন ফরম গ্রহণের উৎসবে মেতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অতিরিক্ত নেতাকর্মীর চাপে ফরম বিতরণ কিছু সময়ের জন্য বিতরণ বন্ধ রাখা হয়। নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জনগণ আগামীতেও আওয়ামী লীগকে ভোট দিবে। তাই দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টিকে উৎসব হিসেবে দেখছে। কারণ বাংলার মানুষের শেখ হাসিনার ওপর আস্থা ছিল এবং থাকবে বলেও জানান কে এম খালিদ।

ঠিক উল্টো চিত্র বিএনপিতে। তফসিল প্রত্যাখ্যান করে হরতাল ডাকলেও কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা, নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে। প্রধান কার্যালয়ের সামনে কোনও নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। তবে রাজধানীর কয়েকটি স্থানে তাৎক্ষণিক ঝটিকা বিক্ষোভ মিছিল করে দলের কর্মীরা। সমমনা বিভিন্ন রাজনৈতিক দল সরকারবিরোধী অবস্থান জানিয়ে সরব থাকলেও বিএনপির কার্যালয় এখনো দৃশ্যত নীরব।

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে পরিস্থিতি ভালো হয় না। তাই সবাইকে আরো বেশি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। #