Search

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ ছাড়ার হিড়িক, ফিরছে বিএনপি সমর্থকরা

দেশ ছেড়ে ভারতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের এক নেতা মোহম্মদ রুবেল ইসলাম। তার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। অন্যদিকে ভারত থেকে খোশ আমেজে বাংলাদেশে ফিরেছেন ইশাক জমান পাটোয়ারী নামের এক বিএনপি সমর্থক। ইশাক জামানের বাড়ি পঞ্চগড় জেলায়।


আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ ছাড়ার হিড়িক, ফিরছে বিএনপি সমর্থকরা

বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। এ অবস্থায় জীবন রক্ষায় নিজ দেশ ছেড়ে ভারতে পাড়ি জমাচ্ছেন তারা।

দিনাজপুরের যুবক রুবেল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন দেশে থাকা দুর্বিষহ হয়ে গেছে। দলটির নেতাকর্মী ও সমর্থকদের যেখানে পাওয়া হচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে। এ অবস্থায় আমার জীবন বাঁচানোর জন্য পরিবার রেখে ভারতে এসেছি।

রুবেল জানান, দেশে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থী ও যুবকরা। যা পরবর্তীতে ক্ষমতা দখলের আন্দোলনে রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে। বিভিন্ন শপিং মল, সরকারি অফিস, কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আর যারা এসব হামলা করেছে, তারা দেশের ভালো চান না।

ভারতে প্রবেশের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, দেশ ছাড়ার সময় রাস্তায় কোথাও কোথাও আগুন দেখেছি। দোকানপাট খোলা থাকলেও তাতে কোনো মানুষ নেই। অধিকাংশ দোকানই লুটপাট হয়েছে। তাতে কোনো জিনিসপত্র নেই।

স্ত্রী ও তিন সন্তান দেশে রেখেই ভারতে গিয়েছেন রুবেল ইসলাম। পরিবার সম্পর্কে তিনি বলেন, অনুমতি পেলে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে আসতাম। এখন খুবই চিন্তায় আছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেখানকার মানুষ নাকি স্বাধীনতা পেয়েছে। মূলত যারা লুটপাট করছে, তাদের স্বাধীনতা হয়েছে। আর যারা দেশ চালানোর কথা ভাবছে, তারা দেশপ্রেমী না। গণভবন ও সংসদ ভবন লুট হয়েছে। কীভাবে দেশ চালাবে তারা। আর শেখ হাসিনা, তিনি যদি ফেরত না আসেন তাহলে অবশ্যই আমরা নেতৃত্ব হারাব। তার দেশ ছাড়ায় হতাশ আমরা।

অন্যদিকে, শেখ হাসিনা দেশ ছাড়ার পরই পঞ্চগড় জেলার ইশাক জামান। তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। তিনি পড়ালেখার জন্য ভারতের সিকিমে পাড়ি জমিয়েছিলেন।

তিনি জামান জানান, তিনি বিএনপির সমর্থক। এ জন্য আগে দেশে ফিরতে চেয়েও পারেননি। তবে এবার আনন্দ-উল্লাসেই বাড়ি ফিরছেন।

ইশাক বলেন, আওয়ামী লীগের তাণ্ডবে টানা ১৭ দিন আমার বাবাকে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বাড়িতে মা একা থেকেছেন। আমারও বাড়ি যাওয়া অসম্ভব ছিল। আমরা বিরোধী দলের সমর্থক বলেই এত অত্যাচার করা হয়েছে। এদিকে হাসিনা সরকারের পতন হয়েছে। দেশের পরিস্থিতি এখন ভালো আছে। এ জন্য আমি আজ খুশির আমেজে দেশে ফিরছি।