অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের চেষ্টা করলে, পরিণতি ভালো হবেনা; প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে, মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। পরে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে, দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

শনিবার সকালে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফরম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। শুরুতেই গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে, শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কাজী আকরাম উদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, অগ্নিসন্ত্রাসকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কেউ অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের চেষ্টা করে,তার পরিণতি ভালো হবে না বলে আবারো হুঁশিয়ারি দেন তিনি। উদ্বোধনের পর মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতিটি বিভাগের জন্য আলাদা বুথে চলে মনোনয়ন বিতরণ। আজ থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। #