Search

“শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করানোর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ”

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্র পরিষদ।


“শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করানোর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ”

 

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়ক এলাহান কবীর বলেন, “ফ্যাসিবাদের পতন হওয়ার পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও প্রভাবশালীরা জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করাচ্ছেন। বিষয়টি খুবই উদ্বেগজনক ৷আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে আইন আদালত বিদ্যমান আছে। যদি কেউ অন্যায় করে থাকেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু প্রভাব খাটিয়ে বেআইনিভাবে কাউকে পদত্যাগ করানো কোনো অবস্থাতেই কাম্য নয়।”

 

এভাবে চলতে থাকলে দেশে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা করেন তিনি। একই সঙ্গে অনতিবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও শান্তিপূর্ণ সমাধান দাবি করেন। এলাহান বলেন, “সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের স্থানে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকলে এরকম ঘটনা ঘটতো না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণভিত্তিক ম্যানেজিং কমিটি দাবি করছি। সেই সঙ্গে জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের তাদের স্বপদে বহালের আহ্বান জানাচ্ছি।”