Search

‘সাহস থাকলে’ শেখ হাসিনাকে দেশে এসে মামলা মোকাবিলার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাহস থাকলে’ দেশে এসে মামলা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান


‘সাহস থাকলে’ শেখ হাসিনাকে দেশে এসে মামলা মোকাবিলার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেন নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের জুডিসিয়াল কাউন্সিলের হাতে ফিরেছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। 

উল্লেখ্য, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক মামলা হয়েছে।