‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ
এবার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা এই আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৫-৬ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানিয়েছেন।
মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয়। ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ। ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এটি অনুষ্ঠিত হয়।
এদিকে বিএনপির তিন শীর্ষ নেতাকে মার্কিন প্রেসিডেন্টের এই আমন্ত্রণকে খুবই ইতিবাচকভাবে দেখছেন দলটির নেতাকর্মীরা। ট্রাম্পের এই আমন্ত্রণকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বড় বার্তা বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এ ঘটনায় নতুন উদ্দীপনা দেখা গেছে বিএনপিতে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় অংশই লাপাত্তা। কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাবন্দি।
ক্ষমতার পালাবদলের পর প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নিজেদের অবস্থান সুসংহত করছেন বিএনপি নেতারা। ভোটের প্রস্তুতিও শুরু করেছেন তারা। আর এরইমধ্যে এলো বিএনপির জন্য ট্রাম্পের সুখবর।
গত নভেম্বরের ভোটে, রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। আর এর কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। সেখানেই অংশ নিতে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়। যে আমন্ত্রণ এরইমধ্যে পৌঁছে গেছে।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রার্থনা, রাজনীতি ও ব্যবসাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে। তাই এতে মার্কিন প্রেসিডেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হন।
আগে এই অনুষ্ঠান পরিচিত ছিলো ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে। ১৯৭০ সালে নাম পাল্টে করা হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, প্রথমবারের মতো, ১৯৫৩ সালে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। পরবর্তীতে, তার উত্তরসূরিদেরও, যোগ দেওয়া, একটি রেওয়াজে পরিণত হয়েছে।