৫২ বিলের পানি বন্ধ করলেন ২৭ বিলের কৃষকরা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: ৫২ বিলের পানি ঢুকে আসা ব্রীজের মুখ বন্ধ করে দিলেন ২৭ বিলের কৃষকেরা।

সোমবার বিকেলে ২৭ বিলের শত শত কৃষক সমবেত হয়ে পানি ঢুকে আসা কাজিয়াড়া ব্রীজের মুখ বন্ধ করে দেন। ৫২ বিলের পানি ঢুকে পড়ায় কেশবপুরের জলাবদ্ধ এলাকা সুফলাকাটি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়। ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির উদ্যোগে ব্রীজের মুখ বন্ধ করায় বিলের কৃষকের মনে জলাবদ্ধতা নিরসনসহ বোরো মৌসুমে বিলে ধান আবাদ করার আশা জেগেছে।
এলাকাবাসী জানায়, যশোরের অভয়নগর ও মণিরামপুরের ৫২ বিলের পানি কোনাকোলা বাজারের উত্তর পাশের কাজিয়াড়া ব্রীজের নিচ দিয়ে ২৭ বিলে ঢুকে পড়ায় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা শুরু হয়। বিল তলিয়ে গ্রামের মধ্যে ঢুকে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। সোমবার সকালে ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির উদ্যোগে এলাকার শত শত কৃষক ব্রীজের মুখ বন্ধ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রশাসনসহ এলাকাবাসীর সহায়তায় মণিরামপুর উপজেলার কাজিয়াড়া ব্রীজের মুখে বাঁধ দেওয়ার কাজ সোমবার বিকেলে শেষ করেন জলাবদ্ধ এলাকার কৃষকেরা। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল, মণিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, খানপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ প্রমুখ।
কেশবপুর উপজেলার আডুয়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, কাজিয়াড়া ব্রীজের মুখ বন্ধ হওয়ায় তাদের এলাকায় আর পানি ঢুকে আসতে পারবে না। কানাইডাঙ্গা গ্রামের কৃষক মফিজুর রহমান বলেন, ২৭ বিলের কৃষকের মনে আশা জেগেছে এবার বিলে বোরো আবাদ সম্ভব হবে।
সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির নেতা এস এম মুনজুর রহমান বলেন, ৫২ বিলের পানি কোনাকোলা বাজারের উত্তর পাশের কাজিয়াড়া ব্রীজের নিচ দিয়ে ২৭ বিলে ঢুকে পড়ায় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার পানিবন্দি এলাকার মানুষ ও ২৭ বিলের কৃষকেরা সমবেত হয়ে প্রশাসনের সহায়তা নিয়ে ওই ব্রীজের মুখ বন্ধ করা হয়েছে। কাজিয়াড়া ব্রীজের মুখ বন্ধ হওয়ায় এখন ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনসহ আগামী বোরো মৌসুমে বিলে ধান আবাদ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।