হরতাল : যশোরে ৫০ নেতাকর্মী আটকের অভিযোগ
বিএনপির সকাল সন্ধ্যা হরতালে আজ রবিবার যশোর থেকে দুরপাল্লার বাসসহ ১৮ টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হরতাল চলাকালে সকালে শহরে মিছিল করেছে বিএনপি।

এসময় পুলিশ বিএনপির ৫০ জন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
সকালে যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন বাস্ট্যান্ডে দেখা যায়, সকাল ৬টা থেকে যশোর বাস টার্মিনাল থেকে ছাড়েনি কোনো দূরপাল্লার বাস। একজন বাস শ্রমিক জানান, সহিংসতার ভয়ে কেউ বাস ছাড়েনি। ১৮টি রুটেই বাস চলাচল বন্ধ আছে।
সকালে হরতালের সমর্থনে বিএনপি নেতারা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সকাল ৭ টায় শহরের বড় বাজার থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়ে দড়াটানা মোড়ে আসলে মিছিলকারিরা পুলিশের বাধার মুখে পড়ে। এসময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতা কর্মীকে আটক করা হয়। গতরাতে এবং আজ মঙ্গলবার সকালে পুলিশ যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ তাদের ৫০ নেতাকর্মীকে আটক করেছে।
তবে জনগণ তাদের হরতালে সমর্থন দিয়েছে।’
হরতালে বিএনপির নেতা-কর্মীদের আটকের বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘কমবেশি আটক তো হচ্ছেই। আটকের সংখ্যা বিষয়ে তিনি বলেন, ৭০ থেকে ৮০ জন তো হবেই।’#