সূরা নিসার ৮৫ নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিতে হবে : শিক্ষামন্ত্রী
সূরা নিসার ৮৫ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমি যাকে প্রতিনিধি নির্বাচন করব সে যেন খারাপ কাজ না করে, সে যেন এতিমের অর্থ আত্মসাৎ না করে, সে যেন অন্যের ধর্মের ওপর অত্যাচার নির্যাতন না করে, সে যেন দাঙ্গা ফ্যাসাদ না করে, যেন নারী নির্যাতন না করে সেটা মাথায় রেখে ভোট দিতে হবে এবং কোরআনের সূরা নিসার ৮৫ নম্বর আয়াত মাথায় রাখতে হবে।’

তিনি বলেন, সুরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ‘যে ভালো সুপারিশ করবে, তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্যও তা থেকে একটি অংশ থাকবে। আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী।’
শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম এ) মাদ্রাসায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী, ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সব শহীদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘ইসলামের জন্য কারা কাজ করছে তা জাতি দেখছে। কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের ওপর অত্যাচার নির্যাতন করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাও জাতি দেখেছে। তাই বর্তমান সরকার দ্বীনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে এ অপপ্রচার করে কোনো লাভ হবে না।’
মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরিচালক আবুল বশর ও অধ্যাপক শফিউল আজমের যৌথ সঞ্চালনায় শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার প্রতি সরকার গুরুত্ব দেওয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাল মিলিয়ে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। ৫২টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে। ৮ হাজার ২২৯টি মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে।
মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন ছিপাতলী মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মো. ফরিদ উদ্দিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সচিব মো. কামাল হোসেন, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখ।