Search

সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা পেল মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি


সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা পেল মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি

কপোতাক্ষ ডেস্ক: যশোরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রোববার শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষে বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল হারিচ ইশমাম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি এর পক্ষে সম্মান সূচক ক্রেস্ট গ্রহণ করেন বি এম সিয়াম এবং সৈয়দ জসিম। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটির শার্শা উপজেলা সমন্বয়ক আব্দুর রহমান রিয়াজ, নাহিদ হাসান বাবু, আবু তারেক, উম্মে সুরাইয়া জাহান প্রমুখ। 
এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে আরো ৩টি পুরস্কার অর্জন করেন, মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল হারিচ ইশমাম। সামাজিক ও মানবিক কাজে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা।