Search

সামরিক আইন নিয়ে অনুতপ্ত ইউন সুক: প্রতিশ্রুতি, এমনটা আর হবে না

সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, বললেন এমন কাজ আর করবেন না সামরিক আইন জারি করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এ ধরনের কাজ আর করবেন না বলে জানিয়েছেন তিনি।


সামরিক আইন নিয়ে অনুতপ্ত ইউন সুক: প্রতিশ্রুতি, এমনটা আর হবে না

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ক্ষমা প্রার্থনা করেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

জাতির উদ্দেশে খুব সংক্ষিপ্ত ভাষণে, ইউন সামরিক আইন ঘোষণা করার সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, “প্রেসিডেন্ট হিসেবে বেপরোয়াভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এটি জনগণকে উদ্বেগ ও অসুবিধার সৃষ্টি করেছে।আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।”

ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, “এই ঘোষণার ফলে যে কোনো আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না। মানুষের মধ্যে সন্দেহ রয়েছে যে আরেকবার সামরিক আইন জারি করা হবে কিনা; তবে আমি আপনাদের স্পষ্টভাবে এটা বলতে পারি যে, আরেকবার সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হবে না।”

দেশের ভবিষ্যত ব্যবস্থাপনার জন্য আমার দল এবং সরকার দায়ী থাকবে। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য আমি মাথা নত করে আবারও ক্ষমাপ্রার্থী।”

ক্ষমতা ছাড়তে প্রেসিডেন্ট ইউনের ওপর যখন ক্রমাগত চাপ বাড়ছে তখন তিনি ক্ষমা চাইলেন ।

এদিকে আজ শনিবার প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে হঠাৎ সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন। এতে দেশটিতে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। পরে তীব্র সমালোচনা, আইনপ্রণেতারাদের অবস্থান এবং বিক্ষোভের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করেন তিনি।