সাংবাদিকতা বলতে কি বোঝায়
সাংবাদিকতা একটি পেশার নাম, JOURNAL ও ISM এর সমন্বয়ে JOURNALISM এর উদ্ভব। JOURNAL মানে কোন প্রকাশনা যা নিয়মিত প্রকাশ পায়। ISM মানে কোন মতবাদ, পদ্ধতী (SYSTEM) অর্থাৎ কোন কিছুর অনুশীলন। অতএব, সাংবাদিকতা (JOURNALISM) মানে কোন আদর্শের নীতিমালার ভিত্তিতে একটি প্রকাশনা বের করার অনুশীলন, যা নিয়মিত প্রকাশ পাবে এবং নির্দষ্ট চাহিদা মেটাবে।