Search

সরকার গঠনে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনে গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।


সরকার গঠনে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন

বিবৃতিতে নির্বাচনের আগে বিরোধী দলের সহিংসতা এবং যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এতে ফলকার তুর্ক বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভাবেও উদাহরণ তৈরি করবে, না হলে সব বাংলাদেশিদের ভবিষ্যৎ হুমকির মুখে।

এতে নির্বাচনের আগে আটককৃত রাজনৈতিক কর্মীদের মুক্তির আহ্বানও জানান তিনি।