সবজির দাম কমলেও বেড়েছে মুদি পণ্যের দাম; নিম্নবিত্তের নাগালে নেই ইলিশ
হেমন্তের দ্বিধা জড়ানো প্রকৃতিতে শীত আসি আসি করছে। তবে তার অগ্রদূতেরা আগেভাগেই চলে এসেছে সদর্পে। প্রকৃতিতে তার আগাম আলোড়ন। বাজারে এসেছে শীতের সবজি। মহানগরের কাঁচাবাজারে সাজানো থরে থরে আঁটি বাঁধা তরতাজা পালংশাক, পুঁইশাক, লালশাক। শিম, কপি, রাঙা টমেটো, সাদা মুলা, লাউ, বরবটি, রক্তিম বিট আরও অনেককিছু। তবে দাম এখনো অনেকটাই বেশি।
