Search

সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।


সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আগুনের ঘটনায় নাশকতা আছে কি-না খতিয়ে দেখা হবে। আগুনেে ঘটনায় তদন্ত কমিটি করা হবে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। একজন ফায়ার ফাইটার গাড়িচাপায় নিহত হয়েছেন। দুইতিনজন কিছুটা আহত হয়েছেন। এর বাইরে কিছু পাওয়া গেলে পরে গণমাধ্যমে জানানো হবে।

গভীর রাতে লাগা এই আগুন সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ করা যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও কর্মীরা ভিতরে প্রবেশ করেছে। বাইরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা কাউকে সচিবালয়ে প্রবেশ পথে পাহাড়া দিচ্ছে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ১ম ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সাত নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলা পুড়ে গেছে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর। আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর।