Search

সকলে ঐক্যবদ্ধভাবে নতুন এ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: যশোরের নবাগত ডিসি


সকলে ঐক্যবদ্ধভাবে নতুন এ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: যশোরের নবাগত ডিসি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই সফল গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল। আপনাদের ছাত্র-জনতা সজাগ ছিল বলেই ষড়যন্ত্রগুলোকে পাল্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে নতুন এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে’। বৃহস্পতিবার দুপুরে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, ‘কেশবপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। এ উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা হবে। এ ছাড়া কেশবপুরের বিরল প্রজাতির কালোমুখো হনুমান রক্ষায় তাদের জন্য প্রয়োজনে অভয়ারণ্য তৈরিতেও করা হবে সহযোগিতা’।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, জামায়াত ইসলামীর পক্ষে অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা, সুশীল সমাজের পক্ষে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, ব্যবসায়ী প্রতিনিধির পক্ষে আব্দুল ওয়াদুদ, ছাত্র সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।