Search

শ্যামনগরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কম্পিউটার প্রশিক্ষণ


শ্যামনগরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কম্পিউটার প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে ভাব প্রকল্পভুক্ত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান  ও কম্পিউটার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে নয়টায় শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব বাংলাদেশের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন শিক্ষকের তিনদিনব্যাপী কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন প্রমুখ। কম্পিউটার প্রশিক্ষণে ভাব প্রকল্পভুক্ত ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আমন্ত্রণে ১৫ টি দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

একইদিন শিক্ষার্থীদের এক লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। এ সময় কলেজ পর্যায়ের তিনজন শিক্ষার্থীকে চারমাসের ২৪ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থীকে ৭২ হাজার এবং মেডিকেল অধ্যয়নরত তিনজন শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল, ত্রিপানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মল্লিক,  ঝাঁপা ব্রজবিহারী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন রপ্তান,  শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

সকাল সাড়ে এগারোটায় প্রধান শিক্ষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান শিক্ষকরা বিগত দিনের ভাব বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে আরও সম্প্রসারিত করার জন্য কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহকে অনুরোধ করেন। প্রধান শিক্ষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

এ ছাড়া ২৪ ডিসেম্বর তিনদিনব্যাপী কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম মোস্তফা কামাল, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলিম ও কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন প্রমুখ। তিন দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন।