Search

যশোর-৬ আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

যশোর-৬ (কেশবপুর) আসনে চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন।


যশোর-৬ আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, জাতীয় পার্টির জিএম হাসান এবং জাকের পার্টির মো. সাইদুজ্জামান। এই আসনে দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হোসাইন মোহাম্মদ ইসলাম ও আজিজুল ইসলাম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনে ত্রুটি, আয়কর রিটার্ন দাখিলে সমস্যা ও বিদ্যুৎ বিল বকেয়াসহ কয়েকটি কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।’