Search

যশোর-৫ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।


যশোর-৫ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিটার্নিং কর্মকর্তা নয়জন এমপি পদপ্রার্থীর মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থীসহ জাকের পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান।

যাচাইবাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে যাদের তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী, হুমায়ূন সুলতান সাদাব, আমজাদ হোসেন লাভলু ও জাকের পার্টির হাবিবুর রহমান।

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলী, জাতীয় পার্টির এম এ হালিম, তৃণমূল বিএনপি আবু নসর মোহাম্মদ মোস্তফা ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।