যশোরে ৭ কেজি রূপার গহনা ও মাদকসহ ৫ জন আটক
যশোরে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ৭ কেজি রূপার গহনা, ১শ বোতল ফেনসিডিল ও ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় ৫ জনকে আটক করা হয়।

ডেস্ক রিপোর্টঃ
যশোরে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ৭ কেজি রূপার গহনা, ১শ বোতল ফেনসিডিল ও ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় ৫ জনকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে তারা চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় সেখানকার রেজাউল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আলিম ওরফে আলিম (৩৭) নামে এক যুবককে তারা আটক করেন। আটক আলিম মাশিলা পশ্চিম পাড়ার মো. মোস্তফার ছেলে।
একইদিন রাত সোয়া ৯টার দিকে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান যশোর শহরের খড়কি হাজামপাড়া মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার এবং তার ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
রাত সোয়া ১০টার দিকে ডিবি পুলিশের অপরটিম সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের সাগর মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালান। সেখান থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উসমান হোসেন (৩২) নামে এক যুবককে আটক করা হয়। আটক উসমান হোসেন অভয়নগর উপজেলার পালপাড়ার আব্দুল্লাহ মোল্লার ছেলে।
রাত পৌনে ১২টার দিকে মণিরামপুর উপজেলার আলাইপুর গ্রামের মোহাব্বত আলী খানের ছেলে মিজানুর রহমানের (৪৫) বাড়িতে অভিযান চালান। সেখান থেকে তিনি ৭ কেজি রূপার গহনা উদ্ধার করেন। এ সময় মিজানুর রহমানসহ ২ জনকে আটক করা হয়। অপর আটক হলেন, মণিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৩৪)।
এদিকে একইদিন দিবাগত রাতে র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে অভিযান চালান। এ সময় সেখান থেকে তারা ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল গফুর গাজী (৩৬) নামে এক যুবককে আটক করেন। আটক আব্দুল গফুর গাজী ভাঙ্গাগেটের কাপাসিয়াহাটি এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।#