Search

যশোরে মা-সন্তানের একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

মা ও মেয়ের একসঙ্গে বিষপানে মায়ের মৃত্যু ঘটেছে। জেসমিন আক্তার (৩৫) নামের মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭ মাসের শিশু মুক্তি খাতুন।


যশোরে মা-সন্তানের একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার পাতিবিলার সাদিপুর গ্রামের মুক্তার আলীর স্ত্রী এবং নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম ও ভাই শাওন হোসেন জানান, স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সংসারে কলহ লেগেই থাকত জেসমিনের। আর প্রায়ই তার স্বামী তাকে মারধর করত। প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও ঝামেলা হয় তাদের। তারই জের ধরে অভিমানে এদিন সন্ধ্যায় প্রথমে মেয়েকে বিষ খাওয়ায় জেসমিন। এরপর সে নিজে খায়। পরিবারের লোকজন টের পেয়ে চৌগাছা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় মা-মেয়েকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে মায়ের অবস্থা গুরুতর বুঝে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে সেখানে না নিয়ে সাদিপুরের নিজ বাড়ি নিয়ে চলে আসেন। মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় পুনরায় চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।