Search

যশোরে বিয়ের ৮ বছর পর কৃষকের ঘরে এলো একসঙ্গে ৪ সন্তান

যশোরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন তহমিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বুধবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সাকিনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যম চারটি নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। মাসহ নবজাতকরা সকলেই সুস্থ আছেন।


যশোরে বিয়ের ৮ বছর পর কৃষকের ঘরে এলো একসঙ্গে ৪ সন্তান

তহমিনা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী জিয়াউর রহমান (২৯) পেশায় একজন কৃষক। একসঙ্গে চার সন্তান পেয়ে খুশির জোয়ার বইছে এই কৃষকের পরিবারে।

নবজাতকদের বাবা জিয়াউর রহমান ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে দীর্ঘ আট বছর তারা নিঃসন্তান ছিলেন। ১০ মাস আগে সন্তান সম্ভাবা হন স্ত্রী তহমিনা খাতুন। বুধবার সকালে জীবননগর থেকে যশোরে এসে তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৩টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তহমিনা খাতুন চার সন্তানের জন্ম দেন। নবজাতকদের নাম রাখা হয়েছে জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া।

সাকিনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। মা ও নবজাতকরা সকলেই সুস্থ আছে। তবে জন্মের পর নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে।