Search

যশোরে বাড়ির ছাদেই মুক্তা চাষ

যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের মো. আব্দুর রহমান নামে এক কলেজছাত্র স্বাদু পানিতে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন। পরীক্ষামূলক প্রকল্প হলেও এরইমধ্যে মুক্তা আহরণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন তিনি। তার সাফল্যে অন্য বেকার যুবকরাও ঝুঁকছেন এ পেশায়। আব্দুর রহমান এক্তারপুর গ্রামের কবির হেসেনের ছেলে। তিনি নওয়াপাড়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী।


যশোরে বাড়ির ছাদেই মুক্তা চাষ

খুলনা দৌলতপুর থেকে প্রজেক্ট দেখতে আসা আমিনুর রহমান বলেন, বেকার যুবকরা এ পদ্ধতি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি ঝিনুক চাষ করে মুক্তা তৈরি করছে। সেই সঙ্গে রঙিন বাহারি মাছের চাষ করেও সফলতা পেয়েছে। পুকুরে মুক্তা চাষে ঝুঁকি কম ও লাভজনক। মানসম্মত মুক্তা চাষ করতে পারলে অধিক লাভবান হওয়া সম্ভব। বেকার যুবকরা এ পদ্ধতি কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারে। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের এমন নতুন নতুন উদ্ভাবনী আমরা প্রত্যাশা করি। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে আমরা তার পাশে থেকে তাকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করে যাব। এ ধরনের কার্যক্রমে আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করব।#