যশোরে বাসের ভেতর থেকে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার
যশোর শহরে বাসের ভেতর থেকে বাপ্পি সরদার নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার সকালে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় সরদার ট্রাভেলস নামে একটি বাসের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি সরদার গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার ইদ্রিস সরদারের ছেলে।
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, শুক্রবার রাতে যাত্রী নামিয়ে দিয়ে বাসটির চালক ও সুপারভাইজার বাসায় চলে যান। সকালে পুনরায় তারা ফিরে এসে বাপ্পির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এরইমধ্যে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।