Search

মোটরসাইকেল প্রেমিদের জন্য বিরাট সুখবর

দেশের বাজারে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা। বুধবার (১১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়।


মোটরসাইকেল প্রেমিদের জন্য বিরাট সুখবর

এতে বলা হয়, আমদানী নীতি আদেশ, ২০২১-২০২৪ এবং ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ (একশত পঁয়ষট্টি) সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ (তিনশত পঁচাত্তর) সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ৩৫০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রাস্তায় চলাচলের অনুমতির আগে দক্ষ চালক তৈরি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

 

 

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

 

মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি সীমা ৩৫০ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সেই সুপারিশের প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর ৩৫০ সিসি (ইঞ্জিন ক্ষমতা) পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৮০-৩৫০ সিসি মোটরসাইকেলের সম্ভাব্য মূল্য কত?

বিশ্বে ১৮০-৩৫০ সিসির যেসব মোটরসাইকেল রয়েছে তার লিস্ট ও সম্ভাব্য মূল্য-

বাজাজ পালসার আরএস ২০০ - আনুমানিক ৪ লাখ টাকা

বাজাজ পালসার এনএস ২০০ - আনুমানিক ৩ লাখ টাকা

বাজাজ পালসার ২২০ এফ - আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা

বাজাজ ডমিনোর ২৫০ - আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা

বাজাজ এভেঞ্জার ক্রুজ ২২০ - আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা

বাজাজ পালসার ১৮০ এফ - আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা

টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ফোরভি - আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকা

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ - আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা

টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ - আনুমানিক ৬ লাখ টাকা

হিরো এক্সপালস ২০০ - আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা

হিরো এক্সট্রিম ২০০ এস - আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ - আনুমানিক ৬ লাখ টাকা

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ - আনুমানিক ৪ লাখ টাকা

রয়্যাল এনফিল্ড ইএস ৩৫০ - আনুমানিক ৪ লাখ ১০ হাজার টাকা

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ - আনুমানিক ৬ লাখ টাকা

ইয়ামাহা এফজেডএস ২৫ - আনুমানিক ৪ লাখ টাকা

ইয়ামাহা ফেজার ২৫ - আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা

ইয়ামাহা আর ৩ - আনুমানিক ৯ লাখ ৫০ হাজার টাকা

হোন্ডা সিবি হরনেট ২০০ আর - আনুমানিক ৩ লাখ টাকা

হোন্ডা সিবিআর ২৫০ আর - আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকা

হোন্ডা রেবেল ৩০০ - আনুমানিক ৬ লাখ টাকা

হোন্ডা সিবি ৩০০ আর - আনুমানিক ৭ লাখ টাকা

হোন্ডা সিবিআর ৩০০ আর - আনুমানিক ৯ লাখ টাকা

সুজুকি জিক্সার ২৫০ - আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা

সুজুকি জিক্সার এসএফ ২৫০ - আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার টাকা

কেটিএম ডিউক ২০০ - আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা

কেটিএম ডিউক ২৫০ - আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা

কেটিএম আরসি ২০০ - আনুমানিক ৬ লাখ টাকা

কাওয়াসাকি নিঞ্জা ২৫০ - আনুমানিক ৯ লাখ টাকা

কাওয়াসাকি ভারসিস-এক্স ২৫০ - আনুমানিক ৭ লাখ টাকা

বিএমডব্লিউ জি ৩১০ আর - আনুমানিক ৯ লাখ ৫০ হাজার টাকা

লিফান কেপিআর ২০০ - আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা

লিফান কেপিটি ২০০ - আনুমানিক ৩ লাখ টাকা

জিপিএক্স ডেমন জিআর ২০০ আর - আনুমানিক ৫ লাখ ৫৫ হাজার টাকা