Search

মাতৃভাষা অধিকারের প্রশ্নে কোনো জাতিসত্তা বড় নয়, ছোটও নয়

মাতৃভাষা অধিকারের প্রশ্নে কোনো জাতিসত্তা বড় নয়, ছোটও নয়। সকল জাতির জাতিসত্তাগত ও ভাষাগত বিকাশের অধিকার সমান। ভাষাভাষী জনসংখ্যা বেশি কি কম তা কোনোমতেই স্বতন্ত্রভাবে বিবেচ্য হতে পারে না।


মাতৃভাষা অধিকারের প্রশ্নে কোনো জাতিসত্তা বড় নয়, ছোটও নয়

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ভাষাশহীদ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা এবং রাষ্ট্রের সর্বস্তরের বাংলার ব্যবহার আর কতদূর?’ শীর্ষক আলোচনায় বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু তা উত্থাপন করেন।

তিনি বলেন, ভাষার দাবিতে জনগণের দীর্ঘ সংগ্রাম মাতৃভাষা বিকাশে এবং আমাদের দেশের জনগণকে প্রেরণা জুগিয়েছিল। তবে পরবর্তীতে এই সংগ্রামের সাফল্যসমূহ দেখা যায়নি। তাই এখনো রাষ্ট্রের বিভিন্ন স্তরে, দাপ্তরিক কিংবা উচ্চ আদালত কাজে বাংলার ব্যবহার দেখা যায় না। প্রতিটি জাতিসত্তা নিজ ভাষায় শিক্ষার অধিকার পায় না।

অনুষ্ঠানে বিভিন্ন জাতিসত্তার ব্যান্ডদল এবং গানের পরিবেশনা আয়োজন করা হয়। এ আয়োজনে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি সংগীত পরিবেশনা করেন চা শ্রমিক সন্তান রুপম মাল (চা বাগানি ভাষায়), সংজোয়ার (চাকমা, মারমা এবং ত্রিপুরা ভাষায়), দি রেড টুয়ালাইট (আচিক), দি রাবুগা (গারো ফোক), আলকেমিস্ট (সাঁওতাল ভাষায়), এফ মাইনর (গারো) এবং ডিমোক্রেজি ক্লাউনস (বাংলা ভাষায়)।

আলোচ্য কর্মসূচি থেকে সকল জাতিসত্তার নিজ ভাষায় শিক্ষার অধিকার, আত্মনিয়ন্ত্রণাধিকার এবং রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহারের দাবি জানানো হয়।