মনিরামপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী
ভোটের দুই দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মণিরামপুর উপজেলার গোপালপুর বাজারস্থ নিজ বাসভবনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ হালিম এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে এমএ হালিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের রহস্যজনক আচরণ এবং মহাসচিবের নির্বাচনী পোস্টারের ধরন ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সমঝোতার বিষয়টি সাধারণ জনগণ তো দূরের কথা, আমার নিজ দলের নেতাকর্মীরাও এ ভোটের আগ্রহ হারিয়েছে। একইসঙ্গে নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতারা আমাদের কোনো খোঁজ-খবর রাখেনি। স্থানীয় নেতাকর্মীদের মতামতের গুরুত্ব দিয়েই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো ব্যক্তি, দল বা মার্কাকে সমর্থন করছি না। যদি দলের কোনো নেতাকর্মীরা অন্য কোনো ব্যক্তি বা মার্কাকে সমর্থন করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে, এ বিষয়ে আমি কোনো দায়িত্ব নেব না। লাঙ্গল মার্কায় ভোট না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন এম এ হালিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সমাজের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক ইসরাফিল কবীর মিন্টু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আজগার আলী, হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম টিটো, বিল্লাল হোসেন প্রমুখ।