মনিরামপুরে আলমসাধু ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ আহত -৪
মণিরামপুরে আলমসাধু (স্যালো ইঞ্জিনচালিত যান) ও মোটরসাইকেলের সংঘর্ষে সুব্রত দাস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের কাচারিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুব্রত দাস জয়পুর গ্রামের বাসিন্দা। থানার ওসি শেখ মনিরুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেস্ক রিপোর্টঃ
মণিরামপুরে আলমসাধু (স্যালো ইঞ্জিনচালিত যান) ও মোটরসাইকেলের সংঘর্ষে সুব্রত দাস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের কাচারিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুব্রত দাস জয়পুর গ্রামের বাসিন্দা। থানার ওসি শেখ মনিরুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মণিরামপুর থেকে আসা মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আলমসাধু চালক সুব্রত মারা যান। অপর চারজন আহত হন। আহতরা হলেন, ঢাকুরিয়া গ্রামের সৌরভ দাস, প্রদীপ দাস, প্রেম দাস ও সুমঙ্গল দাস। মণিরামপুর ফায়ার সার্ভিস লিডার আমজাদ হোসেন জানান, গুরুত্বর আহত অবস্থায় পাচজনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রঘুরাম বিশ্বাস জানান, হাসপাতালে পৌছানোর আগেই সুব্রত দাস মারা যায়। আহতদের মধ্যে সৌরভ দাস ও প্রেম দাসকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সুমঙ্গল দাস।#