মধুসূদনের স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছটি উপড়ে পড়লো ঝড়ে

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছটি ঝড়ে উপড়ে পড়েছে। কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে ওই কাঠবাদাম গাছটি অবস্থিত। রোববার সকালে টানা বৃষ্টির মধ্যে আকর্ষিক ঝড়ে বয়োবৃদ্ধ ওই গাছটি নদ পাড়ের সড়কের উপর উপড়ে পড়ে। গাছটি পড়ে যাওয়ার খবরে এলাকার মধুভক্ত মানুষ সেটি রক্ষার দাবি জানিয়েছেন। গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর।
সাগরদাঁড়ির ডাকবাংলোর কেয়ারটেকার শাহাজাহান আলী বলেন, গাছটি পড়ে যাওয়ার পর থেকে এলাকার মানুষ দেখতে ভিড় করছেন। মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছটি রক্ষার জন্য এলাকার মানুষ দাবি জানিয়েছেন।
সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, রোববার মুষলধারের বৃষ্টির ভেতর ঝড় শুরু হলে কাঠবাদাম গাছটি উপড়ে পড়ে যায়। প্রতিবছর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় আসা পর্যটকরা ওই গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তোলাসহ মহাকবিকে স্মরণ করতেন।
উল্লেখ্য, এলাকাবাসী সূত্রে জানা গেছে, বয়োবৃদ্ধ ওই কাঠবাদাম গাছটির বয়স আনুমানিক ৩০০ বছর। কালের সাক্ষী হয়ে কবির স্মৃতি ধারণ করে আসছিল ওই কাঠবাদাম গাছটি। #