Search

মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ পড়েছিল পুকুর পাড়ে

যশোরের মনিরামপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মনিরামপুর-নেহালপুর সড়কের সাতনল জোড়াপোল এলাকার পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের নুরুল হক দফাদারের ছেলে। মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ পড়েছিল পুকুর পাড়ে

নিহতের ভাই সোহাগ হোসেন বলেন, শুক্রবার ভোরে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন জাহাঙ্গীর। তাকে এগিয়ে আনতে ভোরে মনিরামপুর বাজারে এসেছিলাম। বাসস্ট্যান্ডে না পেয়ে বাড়ি ফেরার পথে জানতে পারি সাতনল জোড়াপোল এলাকায় একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি পুকুর পাড়ে ভাই জাহাঙ্গীরের মরদেহ পড়ে আছে। সম্প্রতি জাহাঙ্গীর ঢাকা কলেজ থেকে গণিতে মাস্টার্স পাস করেছেন। বছর দুয়েক আগে বিয়ে করেছেন তিনি। কয়েক মাস হলো ঢাকায় প্রাণ কোম্পানিতে একটি চাকরিও পেয়েছেন জাহাঙ্গীর। একই সঙ্গে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, পথচারীরা সকালে সাতনল জোড়াপোলের পূর্বপাশে হাসান আলীর জমির পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন এসে লাশের পরিচয় শনাক্ত করে। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি বলেন, জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক ছিলেন।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে যশোরে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।