Search

মণিরামপুরে বাড়ির সামনেই যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪৩) নামের যুবলীগ নেতা ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষককে তার নিজ বাড়ির সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


মণিরামপুরে বাড়ির সামনেই যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পাঁচাকড়ি গ্রামের বৈকালী সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি ছিলেন।

জানা গেছে, সকালে উদয় শংকর বিশ্বাস বাজার করতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে টেকারঘাট বাজারে যান। বাজার শেষে মোটরসাইকেলে করে তিনি নওয়াপাড়া-কালীবাড়ি সড়ক দিয়ে পাঁচাকড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি বাড়ির সামনে বৈকালী মোড়ে পৌঁছান। সেখান থেকে কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই দুর্বৃত্ত তাঁকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাসুদেব চক্রবর্তী জানান, সকাল সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে তার দোকানে দুই কাপ চা খান। চায়ের দাম দিয়ে তারা দোকানের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। উদয় শংকর পাকা রাস্তা থেকে তার বাড়ি ঢোকার সময় তাকে পেছন দিক থেকে গুলি করে মোটরসাইকেলের পিছনে থাকা দুর্বৃত্ত। গুলির শব্দ শুনে বাসুদেবসহ কয়েকজন ঘটানাস্থলে দৌড়ে যেতে যেতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

নিহতের চাচা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাচা বাজার কিনতে যায়। ফেরার পথে বাড়ির মোড়ে পৌছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। পরে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়েছে। ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও জানান, দুর্বৃত্তরা উদয়কে পিছন দিক থেকে পাজরের নিচে গুলি করেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই আহত অবস্থায় উদয় শংকরকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়ায় হয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, উদয় শংকরকে তার বাড়ির সামনেই হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।