Search

ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে, তারা ভুল পথে যাচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের সুযোগ খোঁজার চেষ্টা করছে তারা ফের ভুল পথে যাচ্ছে


ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে, তারা ভুল পথে যাচ্ছে: ওবায়দুল কাদের

(শুক্রবার) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, “ভারত বিরোধীরা ফের ভুল করছে। আর আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।”

ভারত একাত্তরের বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ জানিয়ে তিনি বলেন, “পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের (বিএনপি) আছে। বিদেশে আমাদের আছে বন্ধু। বঙ্গবন্ধু কন্যা যা করেন বাংলাদেশের স্বার্থে করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না।”

এ সময় সব অপশক্তিকে রুখে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের অন্যান্য সব সহযোগী সংগঠন অনুষ্ঠানমালা আয়োজন করবে।"

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ১৫০০ সাইক্লিস্টের অংশগ্রহণে ওই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘু্রে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।#