Search

ভাঙ্গুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি পেল ৬ শিক্ষার্থী


ভাঙ্গুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি পেল ৬ শিক্ষার্থী

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি পেল ৬ শিক্ষার্থী। ১৯মে সোমবার সকাল এগারোটায় ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলেদেন প্রতিষ্ঠানের সভাপতি ও ভাব উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম. এম. জাহিদ হাসান। 

সদ্য অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর অ্যাসেসমেন্টে ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ৭জন শিক্ষার্থীর মধ্যে ৬জন কমপিটেন্ট হয়েছে। কমপিটেন্ট হওয়া ৬জন শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেককে ৩,০০০টাকার চেক প্রদান করা হয়। 

এছাড়াও অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৯জন  শিক্ষার্থীকে ২০ দিন (৪০ ঘন্টা) "বেসিক কম্পিউটার কোর্স" সফলভাবে সম্পন্ন করায় শিক্ষার্থীদের ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়। 

বৃত্তির চেক ও সনদপত্র প্রদান করে প্রধান অতিথি ড. এম এম জাহিদ হাসান শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আলেয়া খাতুন ও কম্পিউটার প্রশিক্ষক মো. গোলাম রাব্বি। শিক্ষার্থীরা বৃত্তি ও সনদপত্র পেয়ে  অত্যন্ত খুশি।