Search

বাইডেনের সেলফিতে শেখ হাসিনা, রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট মনে করছে আওয়ামী লীগ

নিষেধাজ্ঞা দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর দিন শেষ, আমেরিকার সহায়তায় ক্ষমতায় আসার স্বপ্নও শেষ হয়ে গেছে বিএনপির, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


বাইডেনের সেলফিতে শেখ হাসিনা, রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট মনে করছে আওয়ামী লীগ

আজ শনিবার রাজধানী ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় শান্তি সমাবেশের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, শুধু দিবা স্বপ্নে বিভোর বিএনপি। জনগনের প্রয়োজনে পাশে না গিয়ে বিদেশীদের প্রভু মেনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে দলটি। যা এ দেশে কখনোই সম্ভব হবে না। তাই সবাইকে সচেতন থেকে বিএনপির জ্বালাও পোড়াও থেকে দেশকে রক্ষা করার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। বাংলাদেশ এখন বিশ্ব শক্তিধরদেরর বলয়ে চলে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাজধানীর মোহাম্মদপুরের শান্তি সমাবেশে বলেছেন, যখন বিদেশীদের কাছে ধর্না দিতে বিএনপি ব্যস্ত, তখন আমেরিকার প্রেসিডেন্ট জোবাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে সেলফী তোলেন। সুতারং দেশের মানুষের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না বলে বিএনপিকে হুশিয়ার করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এদিকে আজ নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের মধ্যকার একান্ত আলাপচারিতা সাক্ষাতের একপর্যায়ে শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা। যা দেশের রাজনীতিতে কোন প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অনৈতিক কাজ করছে আওয়ামীলীগ সরকার। তারা আক্রমণ করে তার দায় বিএনপির ওপর চাপাতে ব্যস্ত। তাই সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব। #