ফরিদপুরের মধুখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আবির হোসেন আবু, মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে ২৭ অক্টোবর রবিবার সকাল ১১টায় মধুখালী নিউ জননী স্পেশালাইজড হাসপাতাল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি ছিল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল এবং সভাপতিত্ব করেন আহবায়ক এস.এম মোক্তার হোসেন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম ফকির, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, এবং অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি রক্তদান কর্মসূচিতে মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ মোল্লা ও মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক এ.জি.এস মো. রফিকুল ইসলাম স্বেচ্ছায় রক্তদান করেন।
এভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে স্থানীয় নেতাকর্মীরা তাদের সামাজিক দায়িত্ব পালন করেন।