পোস্টাল ব্যালট নয়, ই-ভোটিং চালু হলে ভোটের সুযোগ পাবেন প্রবাসীরা
বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের ভোটের অধিকারের কথা বলা হলেও স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরেও প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির মৌলিক এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বের অধিকাংশ দেশ নিজ দেশের প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি এখনো নিশ্চিত করতে না পারায় দেশে ও প্রবাসে অন্তহীন ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা।

বলেছেন, প্রযুক্তির উন্নয়ন হয়েছে এখন অনেক, তাই ই-ভোটিং চালুর সময় এসেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের সমস্যা দ্রুত সমাধান করা যেতে পারে।
একই মন্তব্য কাতার প্রবাসী ব্যবসায়ী নেতা শাহ আলম খানের। কানাডার টরেন্টো থেকে কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট পারভেজ আহমেদ মহিদ বলেছেন, উন্নত বিশ্বে অনলাইন ভোটিং এখন খুব জনপ্রিয়। সময় অর্থ যেভাবে বাঁচে, একই সাথে এই প্রক্রিয়া করতে পারলে ভোটের কারচুপিও কমে আসে বলে মনে করেন তিনি।#