Search

নরসিংদী ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

ঢাকা-সিলেট এবং ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে।


শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর দগরিয়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪), এবং সাজিত (১২) রয়েছেন। তারা সবাই ঢাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। আহত আরও অন্তত ৪ জনকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে, রবিবার সকাল পৌনে ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তবে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।