Search

জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় কেশবপুরের ১১ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য


জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় কেশবপুরের ১১ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): কেশবপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যশোর জেলা পর্যায়ে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে অভ‚তপূর্ব সাফল্য পেয়েছে। জেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়া সাঁতার ও দাবা খেলার বিভিন্ন গ্রুপে অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী জয়লাভ করেছে। বৃহস্পতিবার যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল আলম স্বাক্ষরিত খেলার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
কেশবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ বলেন, ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় যশোর জেলা পর্যায়ে অংশ নিয়ে সাঁতার মধ্যম বালক গ্রুপে ১০০ মিটার মুক্ত ও ৫০ মিটার চিৎ সাঁতারে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নাহিদ হাসান প্রথম, ৫০ মিটার প্রজাপতি সাঁতারে পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রশিম হোসেন প্রথম এবং চিৎ সাঁতারে দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের ছাত্র সিয়াম হোসেন। এ ছাড়া সাঁতার বড় বালিকা গ্রুপের প্রতিযোগিতায়, ১০০ মিটার মুক্ত ও প্রজাপতি সাঁতারে জবা মন্ডল প্রথম, চিৎ সাঁতারে তাসমিম নাহার প্রথম, বুক সাঁতারে জয়া মন্ডল প্রথম এবং নাজমুন নাহার দ্বিতীয় হয়েছে। ২০০ মিটার মুক্ত সাঁতারে নাজমুন নাহার প্রথম ও জবা মন্ডল দ্বিতীয় স্থান অধিকার করেছে। সাঁতার মধ্যম বালিকা প্রতিযোগিতায়, ৫০ মিটার প্রজাপতি সাঁতারে মারিয়া আক্তার প্রথম ও প্রিয়া খাতুন দ্বিতীয়, চিৎ সাতারে মারিয়া আক্তার দ্বিতীয়, বুক সাঁতার ও ১০০ মিটার মুক্ত সাঁতারে প্রিয়া খাতুন দ্বিতীয় হয়েছে। সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীরা গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এদিকে দাবা বালিকা বড় প্রতিযোগিতায় বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তমা রায় প্রথম, মধ্যম গ্রুপের প্রতিযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মুনজিয়া হাসিন তানিশা দ্বিতীয় হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ আরও বলেন, আগামী ২০ অক্টোবর খুলনা বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সেখানেও তারা ভালো করবে বলে আশাবাদী।