চুকনগরে নিউ সুজুকি গ্যালারিতে সুজুকি জিক্সার ২৫০ সিসি বাইক লঞ্চিং

কপোতাক্ষ ডেস্ক: ডুমুরিয়ার চুকনগরে নিউ সুজুকি গ্যালারি নিয়ে এলো ২৫০ সিসি বাইক সুজুকি জিক্সার ও সুজুকি জিক্সার এসএফ। মঙ্গলবার র্যানকন মটর বাইক লিমিটেড এর অর্থোরাইজড এ প্রতিষ্ঠান বাইক দুটির লঞ্চিং উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউ সুজুকি গ্যালারির ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন। বক্তব্য দেন, জয়েন্ট মটরর্স এর পরিচালক গাজী মিজানুর রহমান, রোজা মটরর্স এর পরিচালক আক্তার হোসেন, ন্যাচারাল মটরর্স এর পরিচালক জসীম খান। বাইক বিষয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নুসরাত জাহান।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বাংলাদেশের রাস্তা কাপাতে এবার সুজুকি প্রথমবারের মতো বাজারে নিয়ে এলো দ্রæততম ২৫০ সিসি বাইক সুজুকি জিক্সার ও সুজুকি জিক্সার এসএফ। অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরমেন্স নিয়ে আসা নতুন ডিজাইনের এ বাইক দুটি পছন্দের তালিকায় থাকবে বাইক প্রেমিদের কাছে। এ বাইক এখন পাওয়া যাচ্ছে চুকনগর বাজারের নিউ সুজুকি গ্যালারিতে। বাইকে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেক্টর। সেই সঙ্গে বাইকারদের নিরাপত্তার কথা ভেবে ব্রেকিংয়ে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। দেশীয় বাজারে প্রথম ২৫০ সিসি বাইক আসায় বাইকারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাইকটি। ২৫০ সিসি বাইক সুজুকি জিক্সার এর দাম তিন লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা ও সুজুকি জিক্সার এসএফ-এর দাম চার লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।