চলমান বন্যায় ২০ লাখ শিশুর ঝুঁকিতে পড়ার আশঙ্কা: ইউনিসেফ
বাংলাদেশের পূর্বাঞ্চলের চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।