কেশবপুরে ৬৫ লাখ টাকা ব্যয়ে বিল বুড়ুলিয়ায় জলাবদ্ধতা নিরসন

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে সাড়ে তিন হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন করে বোরো আবাদ উপযোগী করলো বিল বুড়ুলিয়া পানিসেচ প্রকল্প। প্রায় তিন মাস পানিসেচ কার্যক্রম চালিয়ে ৬৫ লাখ টাকা ব্যয়ে বিল বুড়ুলিয়ার জলাবদ্ধতা নিরসন করে করা সম্ভব হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বুড়ুলিয়া এলাকায় বিল বুড়ুলিয়া পানিসেচ প্রকল্প কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গতবছর বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে বিল বুড়ুলিয়া জলাবদ্ধ হয়ে পড়ে। বিলে কৃষকদের বোরো আবাদ উপযোগী করতে বিল বুড়ুলিয়া সেচ প্রকল্প গতবছর ২৭ নভেম্বর থেকে ৩৩টি পানিসেচ মেশিন দিয়ে সেচ কার্যক্রম শুরু করে। ২৪ ফেব্রুয়ারি এ সেচ কার্যক্রম শেষ হয়েছে। পানিসেচ কার্যক্রম পরিচালনা করতে গত তিন মাসে ব্যয় হয়েছে ৬৫ লাখ ৬৮ হাজার ৫৬৬ টাকা। জলাবদ্ধতা নিরসন হওয়ায় বিলের অধিকাংশ কৃষক এবার বোরো আবাদ করতে পারছেন।
বিল বুড়ুলিয়া পানিসেচ প্রকল্প কমিটির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন মিল্টন, কোষাধ্যক্ষ সমীর মুখার্জী, সোহেল আহমেদ মুন্না, কৃষক তৈয়বুর রহমান, মতিয়ার সরদার, শহিদুল ইসলাম, আতিয়ার সরদার প্রমুখ।