কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-২

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মী রানী দাস (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গৌরীঘোনা-চুকনগর সড়কের নারকেল তলা মোড় এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত লক্ষ্মী রানী দাস উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামের ব্রিঞ্চি কুমার দাসের স্ত্রী। এ সময় ওই নারীর ছেলে স্বপন কুমার দাস (৩৫) ও ভ্যান চালক আগরহাটি এলাকার সুভাষ দাস (৩৫) দুর্ঘটনায় আহত হন। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসাইন।
এলাকাবাসী জানায়, খুলনার ডুমুরিয়া এলাকার জিয়েল তলা আশ্রম থেকে বাড়ি ফেরার জন্য বুধবার সকালে চুকনগর হতে একটি ইঞ্জিন চালিত ভ্যানে ওঠে স্বপন কুমার দাস ও তার মা লক্ষ্মী রানী দাস। পথিমধ্যে গৌরীঘোনা-চুকনগর সড়কের নারকেল তলা মোড় এলাকায় পৌঁছালে একটি কুকুর হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় ভ্যানচালক সুভাষ দাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের উপর ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যান গায়ের উপর পড়ে লক্ষ্মী রানী দাসের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই সময় তার ছেলে স্বপন কুমার দাস (৩৫) ও ভ্যান চালক সুভাষ দাস (৩৫) দুর্ঘটনায় আহত হন।